হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান হবিগঞ্জ জেলার ৫ পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন।
রাতেই বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।
বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এ তথ্য নিশ্চিত করেন।
প্রার্থীরা হলেন- হবিগঞ্জ পৌরসভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, শায়েস্তাগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলি, চুনারুঘাট পৌরসভায় বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু, নবীগঞ্জ পৌরসভায় পৌর বিএনপি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ও মাধবপুর পৌরসভায় বিএনপি নেতা হাবিবুর রহমান মানিক।
এদিকে ৫ পৌরসভায় বিএনপি দলীয় প্রার্থী চুড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। কোন কোন স্থানে সমর্থকরা মিষ্টি বিতরণ করেছেন। কিন্তু বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করারও ঘোষণা দিচ্ছেন। তবে বিএনপি কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, যারা দলের চেয়ারপারসনের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামীলীগের প্রার্থী যারা
হবিগঞ্জ পৌরসভা: জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, মাধবপুর পৌরসভা: বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহা, শায়েস্তাগঞ্জ পৌরসভা: পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়া, চুনারুঘাট পৌরসভা: সাইফুল আলম রুবেল, নবীগঞ্জ পৌরসভা: বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।