এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মেহেদী হাসান (১২) নামের এক কিশোর সড়ক দূর্ঘটনায় মারা গেছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার নুরপুর গ্রামের স্থানীয় প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। গতকাল মঙ্গলবার দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। জানা যায় গতকাল সকালে নুরপুর থেকে সে লাখাই আসার পথে পথিমধ্যে একটি ট্রলি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ট্রলিটি জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে।
=