ওয়াহিদুল ইসলাম জিতু / খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে হবিগঞ্জ -১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের জাপার এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় চুনারুঘাট ডাক বাংলোতে চুনারুঘাট উপজেলা যুব সংহতির সভাপতি ফয়জুল আবেদীন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাপার মেয়র প্রার্থী আলহাজ্ব আসিফ ইকবাল দুলালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি হবিগঞ্জ -১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের জাপার এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি আঃ আহাদ চৌধুরী শাহিন, হবিগঞ্জ জাপার সহ সভাপতি তাজুল ইসলাম, হবিগঞ্জ যুব সংহতির সভাপতি কাজল আহমেদ, হবিগঞ্জ জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, ডাঃ সবুজ মিয়া।
এতে বক্তব্য রাখেন বাহুবল ছাত্র সমাজের আহ্বায়ক সাজিদ মিয়া, সদস্য সচিব রিপন মিয়া, জাপা নেতা আব্দুর রশিদ তালুকদার, ডাঃ আঃ মান্নান, আঃ মতিন, আঃ হেকিম, মখলিছ মিয়া, উপজেলা যুব সংহতি সহ সভাপতি হুসেন আলী সর্দার, ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, নজরুল ইসলাম সেলিম, বাবুল মিয়া, তাজুল ইসলাম সেলিম, আঃ জলিল, ড্রাইভার সমুজ আলী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, এস এম সুলতান খাঁন, খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
উপজেলা প্রত্যেক ইউনিয়নের জাপা, যুব সংহতি ও ছাত্র সমাজের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন চুনারুঘাট জাপাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।