নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধর্ষনের চেষ্টা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফয়েজ আমীন রাসেলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।
সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে আদালতের বিচারক কিরণ কুমার হাওলাদার তাকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।
জানা যায়, গত ১৪ এপ্রিল নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেলসহ ৫ জন লোক কায়স্থগ্রামের এক নারীকে ঘরে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। মহিলার শোর চিৎকারে তারা পালিয়ে যায়।
পরে রাজিয়া বেগম আদালতে মামলা করেন। মামলা নং- ৫৫৪/২০১৫।
উক্ত মামলায় তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমানিত হয়।
সোমবার রাসেল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক কিরণ কুমার হাওলাদার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।