মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে বিভিন্ন জাতীয় স্তানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস বিধফিং অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত বিধফিংয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওই প্রেস বিধফিং অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা তথ ̈ অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। বিধফিংয়ে বলা হয় দেশের আর্তসামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে। মধ্যম আয়ের দেশ হিসেবে সু-খ্যাতি অর্জনের নিমিত্তে অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জনসংখা ̈, শিক্ষা,স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশুর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্বকর্মসংস্থান বিষয়ে জনগণকে অবহিত করণ ও তাদেরকে উন্নয়ন কার্যকর্মে সম্পৃ৩ করণের জন ̈ দেশের মানুষকে সচেতন করার জন ̈ সাংবাদিকদের সহায়তা চাওয়া হয়। আয়োজিত বিধফিংয়ে বিভিন্ন জাতীয় ও স্তানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্তিত ছিলেন। এছাড়াও জেলা তথ ̈ অফিসের পক্ষ থেকে আজ ৩০ ডিসেম্বর র ̈ালি, আলোচনা সভা, উন্নয়ন কর্মকান্ডের প্রামান ̈ চিত্র প্রদর্শনের ঘোষণা করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস ̈ মুনিম চৌধুরী বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত থাকবেন।