এম এ আই সজিব ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রাম থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। এসময় আইনজীবি সহকারিসহ অপর দুই আসামী পালিয়ে গেছে।
গতকাল রবিবার বিকালে সদর থানার এসআই গোলাম মোস্তফা অভিযান চালিয়ে ওই গ্রামের আঞ্জব আলীর পুত্র আক্কাছ আলী (৩৫) কে তার বাড়িতে থেকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হবিগঞ্জ ফৌজদারী কোর্টের আইনজীবি সহকারি আশিকুর রহমানসহ অপর আসামী মাহফুজ মিয়া পালিয়ে গেছে।
মামলার বিবরণে জানা যায় ওই গ্রামের আজগর আলীর কন্যা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আকলিমা আক্তার (১৪) কে ১০ সেপ্টেম্বর রাত ১২টার সময় ওই তিন আসামী অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে আকলিমার খবর পাওয়া যাচ্ছে না। এব্যাপারে আকলিমার ভাই শাহ আলম বাদি হয়ে উলেখিতদের আসামী করে মামলা দায়ের করে। অপর একটি সূত্র জানায় আকলিমা প্রেমের টানে মাহফুজ মিয়ার হাত ধরে পালিয়ে গেছে।