মোযযাম্মিল হক মাছুমী, বিশেষ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রতিষ্ঠিত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্মেলনকে ঘিরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা ময়দান ছিলো লোকে লোকারণ্য। দীর্ঘদিন পর আয়োজিত বিশাল সম্মেলনকে সিলেটের রাজপথ ছিলো মিছিলে মিছিলে মুখরিত। সকাল ১১টা থেকে শুরু হয়ে সম্মেলন শেষ হয় বিকাল সোয়া ৪টার দিকে।
রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতা জনিত কারণে তিনি উপস্থিত হতে পারেন নি। শাইখুল হাদিস আল্লামা হবিবুর রহমানও অসুস্থ থাকায় সম্মেলনে যোগ দিতে পারেন নি।
যে কারণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী পরিবেশ রক্ষায় তালামীযের কোন বিকল্প নেই। ৮০ দশকে আল্লামা ছাহেব ক্বিবলাহ রহ. বিভিন্ন সূত্র থেকে এবং সর্বোপরি তিনি মদিনা তৈয়্যাবা থেকে ইশারা লাভ করলেন যে, মুসলিম ছাত্র সমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এদেশে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। সেই ওহাবী, খারিজি, মওদুদীবাদীদের ভ্রান্ত মতবাদ থেকে ছাত্র সমাজকে আহলে সুন্নতের ছায়াতলে রাখতে তালামীযের জন্ম হয়েছিলো। আজ লক্ষ লক্ষ ছাত্র জনতা কর্মজীবনেও আহলে সুন্নতের আক্বিদায় বিশ্বাসী রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা নেতৃত্ব দিচ্ছেন। তালামীযের জন্ম না হলে আজকের প্রতিষ্ঠানগুলো বেয়াদবদের আখড়ায় পরিনত হতো। আজ সমাজে যোগ্য-ইমানদার মানুষ পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো কলুসমুক্ত অবস্থায় তালামীযের নেতৃৃবৃন্দরা শিক্ষাদানে রথ রয়েছেন। ব্যক্তি ইজমের তরাল গ্রাস থেকে তারা বেরিয়ে এসেছে।
তিনি বলেন- আইএস জঙ্গি, হরকাতুল জিহাদ এবং বাংলা ভাই যারা কায়েম করেছে তারা ইহুদিদের টাকায় পরিচালিত হচ্ছে। ইসলামকে কুলসিত করতে আজকে যারা এদেশে লাখো জঙ্গির জন্ম দিচ্ছে, সালাফিদের জন্ম দিচ্ছে, তাদের মোকাবেলায় তালামীয কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের অভূতপূর্ব সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন- ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে মার্কেট বানানোর পরিকল্পনা হচ্ছে। যদিও আজ আলিয়া মাদ্রাসা জামায়াত-শিবিরের আখড়ায় পরিনত হয়েছে। তারপরও সিলেটের সকল গুনিজন এখানে কোন না কোন দিন পড়ালেখা করেছেন। তিনি মাদ্রাসাকে কোন ব্যক্তি ইজমের আথড়ায় পরিনত হতে দেওয়া হবে না এমন হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদ্রাসার ঐতিহ্য রক্ষায় তালামীয কর্মীদের প্রস্তত থাকতে হবে। তিনি সরকারের প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি ইজমের আখড়া এবং মাদ্রাসা হোস্টেলকে মওদুদীবাদদের অস্ত্রাগার থেকে মুক্ত করতে হবে। অছাত্রদের বের করে সঠিক ছাত্রদের হোস্টেলে স্থান দিতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তফা হাসান চৌধুরী গিলমানের সভাপতিত্বে ও মুহিবুর রহমান ও উসমান গণির পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি রুহুল আমিন খান, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম.শমসের আলী, সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জমিয়াতুল মুদাররিছেনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী, আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ একে এম মনোওহর আলী, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান প্রমুখ।