মোঃ রহমতআলী ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ফলাফল সংশোধন করে পূনরায় প্রকাশ করার দাবীতে এ মানব বন্ধন কর্মসূচী পালন কার হয়।
কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী মীর মো. নূরুল হকের সভাপতিত্বে ও আব্দুল মতিন এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী- মো. আব্দুল হাকিম, মো. ইকবাল হোসাইন, জুনিয়া সুলতানা, নিশিতা পারভীন, খালেদা আক্তার, গৌতম দেবনাথ, মো. শরিফ মিয়া, রাহেলা আক্তার প্রমুখ।
সভায় বক্তাগণ অতিদ্রুত ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পূনরায় প্রকাশ করার দাবী জানান। অন্যথায় সমগ্র ছাত্র সমাজকে নিয়ে গণদূর্বার আন্দোলন গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগণ। উল্লেখ্য চলতি শিক্ষাবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশ হয় গত ২৬ নভেম্বর ২০১৫ তারিখে, যেখানে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, প্রাণী বিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগসহ অসংখ্য শিক্ষার্থীদের ফলাফল ঋ গ্রেড এসেছে। অথচ সকল শিক্ষার্থীদের দাবী পরীক্ষা ভাল হয়েছে এর জন্য জাতীয় বিশ্বদ্যালেয়র খামখেয়ালীপনাই দায়ী। এরপ্রতিবাদে উক্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হয।