হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে চুরি-ডাকাতি, নারী নির্যাতন ও খুনের মামলাসহ বিভিন্ন মামলার ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার গভীররাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়।
এসময় হবিগঞ্জ থানায় ৭ জন, মাধবপুর থানায় ৬ জন, চুনারুঘাট থানায় ৩ জন, আজমিরীগঞ্জ থানায় ২ জন, লাখাই থানায় ২ জন ও বানিয়াচং থানায় ১ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানা,য় নির্বাচন উপলক্ষ্যে জেলার সন্ত্রাসীসহ দুর্বৃত্তদের ধরতে নির্বাচন কমিশন প্রশাসনকে নির্দেশ দেয়ায় এ অভিযান চালানো হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।
রবিবার আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।