হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামে নুরুন্নাহার (২৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এদিকে হাসপাতালে লাশ রেখে তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। এ নিয়ে ধুম্রজাল শুরু হয়েছে। সে ওই গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।
জানা যায়, নুরুন্নাহারকে রবিবার দুপুরে অচেতন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করে শ্বশুর বাড়ির লোকজন। কিছুক্ষণ পর নুরুন্নাহার মারা যায়।
এসময় শ্বশুর বাড়ির লোকজন হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই গোলাম মোস্তফাসহ একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পাশে কাউকে পাওয়া যায়নি।