বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকে’র উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র শিশুদের ফ্রি খতনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দশঘর ইউনিয়নের জুন্নারাই ইসলামিয়া মহিলা মাদ্রাসায় এই ফ্রি খতনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খতনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম হেল্প ইউকে বাংলাদেশ প্রতিনিধি, বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক আব্দুস ছালাম, জুন্নারাই ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম, মাওলানা নূরুল আমিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খয়রুল ইসলাম, সদস্য হাফিজ আজিজুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, এওর আলী, নুরুদ্দিন, এনাম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার প্রায় ৩০জন দুঃস্থ ও দরিদ্র শিশুকে ফ্রি খতনা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।