এম এ আই সজিব ॥ শায়েস্তানগর ও মোহনপুর এলাকাবাসির মাঝে ভয়বাহ সংঘর্ষের ঘটনা সালিশ বিচারে নিষ্পত্তি হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জজ কোর্টের বার লাইব্রেরীতে জাতীয় সংসদের প্যানেল স্পীকার আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে সালিশ বিচার অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোহনপুর এলাকার সর্দার মোঃ রফিকুল ইসলামসহ অন্য্যারা ও শায়েস্তানগর এলাকার সর্দার মোঃ লাল মিয়া ও অন্য্যারাসহ দুই এলাকার কয়েক শতাধিক লোক। সালিশ বিচারে উভয়পক্ষের বক্তব্য শুনার পর বিচারকগণ শায়েস্থানগরের দোষীদেরকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই টাকা গুরুতর আহত মোঃ সামছু মিয়া এবং শেখ মোঃ নোমানের চিকিৎসার খরচ হিসাবে বহনের জন্য রায় প্রদান করা হয়।