স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্স হাসপাতালে মহিলা ডাক্তারসহ কর্মচারীদের উপর হামলা চালিয়ে আহতের ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে আটককৃতদের কোর্টে প্রেরণ করলে কোর্ট তাদেরকে কারাগারে প্রেরণ করে। জানা যায় চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আতাব উলার সাথে রাণীগাও গ্রামের ফুল মিয়ার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার তাদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত রোগীরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হয়। তখন ডাক্তার মীরা পাল যথানিয়মে চিকিৎসা দেন। এসময় কর্তব্যের অবহেলার অভিযোগ এনে মুক্তিযোদ্ধা আতাব উলাসহ তার লোকজন ডাক্তারের উপর হামলা চালায়। এসময় অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ এসে আতাব উলা, তার পুত্র সালা উদ্দিন, রুজেন, রনিসহ ৪ জনকে আটক করে। তাদের হামলায় এম্বুলেন্স চালক তাজুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।