এ ছবিতে দেখা যাচ্ছে ঠিকানাবিহীন এক চিত্র শিল্পির ছবি।নাম তার কাদের। কথা বলে কম, শতাধিক প্রশ্ন করলে উত্তর মেলে একটা। তবে প্রশ্নের উত্তর দেয় লেখনীর মাধ্যমে।
লেখা লেখি হল তার দেশ- বিদেশী লেখদের স্মরণীয়বানী। ইংরেজীতেও লিখে। তার নিজস্ব লেখনীতে আধ্যাতিকতাও ফুটে উঠে। লেখাও লেখে মাটিতে, দেয়ালে অথবা পাকা রাস্তায়।
কলম তার ইটের টুকরো, মাটির টুকরো, কয়লা, এবং চকমাটির মাধ্যমে। যেখানে সে বসে ময়লা আর্বজনায় বসে থাকে ভাবুকের মত। মনে হয় যেন অর্ধ পাগল মানুষ। তাই বলি পৃথিবীটা বিচিত্র, বিচিত্র পৃথিবীর মানুষ আর তার চেয়েও বিচিত্র পৃথিবীর মানুষের মন-মানসিকতা।
ছবি তুলেছেন শাহজীবাজার সুতাং থেকে (সৈয়দ শাহান শাহ পীর)।