নিজস্ব প্রতিনিধি : মাধবপুর উপজেলার দরগাগেইট নামক স্থানে বাসের চাপায় প্রতিবন্ধি আব্বাস মিয়া (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত আব্বাস উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হাদিস আলী ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দরগাগেইটে রাস্তার পাশে আব্বাস মিয়া দাড়ানো ছিল। এ সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আব্বাস মিয়া মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসচাপায় নিহত আব্বাস কথা বলতে পারতোনা এবং কানেও শুনতোনা।