মিজানুর রহমান সুমন: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজার তাফসীর কমিটির উদ্যোগে ৭ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন আগামীকাল আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে।
কাল শুক্রবার বাদ আসর হতে প্রথম অধিবেশনের মধ্যে দিয়ে শুরু হবে পবিত্র কোরআন থেকে তাফসীর মাহফিল। রাত ১২ টার দিকে অনুষ্ঠিত হবে ৭ দিনের আখেরি মোনাজাত।
এর আগে অধিবেশন অনুযায়ী তাফিসীর করবেন মাওলানা তাহফিমুল হক, মাওলনা সাজিদুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবিব ও আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী।
তাফসীর পরিচালনা কমিটির সভাপতি পৌরকাউন্সিলর হাজী আব্দুল মজিদ জানান, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন আল্লামা হাফিজ তাফাজ্জুল হক।