বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীন মিয়াকে আটকের প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ এগিয়ে আসলে পিকেটাররা পিছু হটে। হরতাল বিরোধীরা অবস্থান নিয়ে থাকার কারণে বিএনপি-আওয়ামী লীগের লোকজন মুখিমুখি হয়ে পড়ে। এলাকায় ছড়ি পড়ে উত্তেজনা।
সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে
জানা যায়, পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সভাপতি আকদ্দছ মিয়া বাবুল ও উপজেলা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক জামাল আহমেদকে আটক করে গাড়ীতে উঠানো জন্য নিয়ে যায়। এসময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্যকরে ইট-পাটকেল নিপেক্ষ করে। পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়লে আটক দুইজন পালিয়ে যায়।
এ ঘটনা আওয়ামী লীগ ও বিএনপির লোকজন দুইস্থানে অবস্থান নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যেকোনো সময় উভয় পক্ষের লোকজনের মাঝে বড়ধরনের সংঘর্ষ ঘটতে পাড়ে। এদিকে সংঘর্ষ এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত আছেন।