নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন লোকেশনে ‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সুতাং বাজারে সুতাং নদীর তীরে একটি ঈদ নামাজের দৃশ্য দিয়ে শুটিং শুরু হয়। শুটিং চলবে শুক্রবার পযর্ন্ত।
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনাদর্শ নিয়ে ‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হবিগঞ্জের উদীয়মান প্রযোজক ও পরিচালক মুক্তাদির ইবনে সালাম।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জাতীয় অভিনেতা ঝুনা চৌধুরী, আগুন এবং শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, রাজু বিশ্বাস, হারুন সাঁই, ফারুক দেওয়ান, বাউল আলতাব আলী, আল আমিন, শায়েস্তাগঞ্জ থিয়েটারের বাবুল মল্লিক, সোবহানীয় শিল্পীগোষ্ঠীর আব্দুস সোবহানসহ ঢাকা ও হবিগঞ্জের অনেক অভিনয় শিল্পীবৃন্দ।