চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবুকে আগামী ১ডিসেম্বর রোজ মঙ্গলবার চুনারুঘাট উপজেলা জাতীয় যুব সংহতির সংবর্ধনা উপলক্ষে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার চুনারুঘাট পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি হোসেন আলী সর্দারের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসিফ ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংঠনিক সম্পাদক সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন জাপা নেতা আঃ হেকিম,আঃ জলিল, আঃ ওয়াহেদ, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ শফিক হাসান, নজরুল ইসলাম সেলিম, আবু সালেহ সাদী, নাছির উদ্দিন, আঃ ওয়াহেদ, সুরুজ আলী, মকসুদ আলী, আঃ হেকিম, বাবুল মিয়া, ওয়াহেদ মিয়া, মারফত আলী প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১ডিসেম্বরের সংবর্ধনা সভাকে সফল ও সার্থক করার জন্য সকলকে কাজ করার নির্দেশ দেন।