চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রভাষকের সার্টিফিকেট দিয়ে ওই প্রভাষকের আপন ভাই আশা এনজিওতে চাকুরী নেয়ারপর বিষয়টি আশা কর্তৃপক্ষের নজরে আসলে তাকে চাকুরী থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার গেরারোক গ্রামের জালাল উদ্দিনের ছেলে আজিজুর রহমান ওরফে মওলা মিয়া তার ছোট ভাই আমুরোড হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক হাবিবুর রহমান মাসুকের সার্টিফিকেট দিয়ে কুমিল্লা জেলার দেবিদ্ধার আশা ব্র্যাঞ্চে চাকুরী নেয় গত ছয় মাস পূর্বে।
এক পর্যায়ে আজিজুর রহমানের সার্টিফিকেটটি জাল বলে আশা কর্র্তৃপক্ষের কাছে ধরা পড়লে তাকে গত ২১নভেম্বর আশা এনজিওর চাকুরী থেকে বহিষ্কার করা হয়।
বিষয়টি আমুরোড এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে প্রশ্ন দেখা দেয় কিভাবে আমুরোড হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক হাবিবুর রহমান তার সার্টিফিকেট দিয়ে তার ভাইকে আশায় চাকুরীর ব্যবস্থা করলেন এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে ।
এলাকার সুশীল সমাজ ওই প্রভাষকের প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।