ডেস্ক : চার হাত, তিন পা এবং দুই মাথা বিশিষ্ট মেয়ে সন্তান জন্মগ্রহণের তিন ঘণ্টা পর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে যশোর ২৫০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ শাবানা বেগমকে সিজার করলে এ সন্তান ভূমিষ্ঠ হয়।
শাবানা যশোরের চৌগাছা উপজেলার পুড়োভদল গ্রামের কৃষক মনিরুল ইসলামের স্ত্রী।হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাহাফুজুর রহমান বলেন, ‘রোববার বিকেল ৫টার দিকে শাবানা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ৯টার দিকে তাকে সিজার করা হয়। সদ্য ভূমিষ্ঠ শিশুর চার হাত, তিন পা ও দুই মাথা ছিল। শিশু জন্মের তিন ঘণ্টা পর রাত ১২টার দিকে মারা গেছে। পরে লাশ দাফনের জন্য স্বজনরা গ্রামে নিয়ে যায়।