বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং রেলস্টেশন হইতে নূরপুর চাইল্লাবিল রেল ব্রিজ এলাকায় রেলওয়ের হাই ¯প্রীড ডিজেল তেল চুরি আবারও বৃদ্ধি পেয়েছে। একটি চক্র রেলের এই হাই ¯প্রীড ডিজেল তেল চুরির সাথে জড়িত রয়েছে।
রেলের কিছু কর্মকর্তার সহযোগিতায় ট্রেন থেকে তেল চুরি হত অনেক বছর ধরে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তেল চুরি কিছুদিন বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে রেলের তেল চুরি।
লোকাল এবং মালবাহী ট্রেনগুলো উল্লেখ্য স্থানে পৌঁছুলে স্থানিয় একটি চক্র ট্রেনের ইঞ্জিন থেকে পলিথিনের বড় ব্যাগে এবং ড্রাম দিয়ে ডিজেল তেল চুরি করে বলে উক্ত এলাকার স্থানীয়রা প্রতিনিধি কে জানান।এভাবে প্রায়ই তেল চুরির ঘটনা ঘটে। ব্যাপারটি অনেকটা নিয়মিত হয়ে গেছে।
একটি-গোপন সুত্রে জানা গেছে রেলওয়ের হাই ¯প্রীড ডিজেল তেল চুরির ভাগাভাগির জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে।ঐসব তেল চুরি চক্ররা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোয়ার বাহিরে। তেল চুরিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশেই গড়ে উঠেছে খোলা তেলের দোকান।ঐসব দোকানে বিক্রি হচ্ছে চোরাই তেল।
উল্লেখ্য,স্থানীয়দের সঙ্গে আলাপ করলে তারা প্রতিনিধি কে জানান, কয়েক বছর ধরে তেল চুরি বন্দ্ব ছিল,স্থানিয় প্রতাপশালী কয়েকজনের দাড়ায় এই তেল চুরি আবার শুরু হয়ছে।তেল চুররা প্রতাপশালী হওয়ার এলাকার লোকজন এর প্রতিবাদ করতে পারছেননা।তাই এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।