চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা সভা কক্ষে অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহম্মদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দুদকের
সিলেট বিভাগীয় পরিচালক মোঃ আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের হবিগঞ্জের উপ-পরিচালন মোঃ আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান
মহালদার।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, দুপ্রকের চুনারুঘাট উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ মালেক মাষ্টার,
চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, অধ্যক্ষ আবিদুর রহমান আবিদ, শাহজাহান খাঁন,
মিনতী রাণী মোদক, শামীম আরা প্রমুখ।
সভা শেষে রচনা প্রতিযোগিতা বিজয়ী রাণীগাঁও হাই স্কুল এন্ড কলেজ, গাজিপুর হাই স্কুল এন্ড কলেজ ও পঞ্চাশ হাই স্কুল এন্ড কলেজের ৬জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।