বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট ও সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-সোমবার সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার গুইবিল সিমান্ত ফাঁড়ির হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল চুনারুঘাট উপজেলার কাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এবং সকাল সাড়ে ৯টার দিকে সাতছড়ি সিমান্ত ফাড়ির হাবিলদার সুশীল কুমারের নেতৃত্বে বিজিবি টহল দল সাতছড়ি ফিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।