মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজার এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত জসিমউদ্দিন (২৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ভোররাতে থানার এস.আই মমিনুল ইসলা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ডাকাত জসিমউদ্দিন উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে মাধবপুর, হবিগঞ্জ সদর ও চুনারুঘাট থানায় একাধিক ডাকাতি’র মামলা রয়েছে।