এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে এক সাথে জন্ম নেয়া ৩ নবজাতক মারা গেছে। গতকাল রবিবার বিকালে পর্যাপ্ত চিকিৎসার অভাবে এ ৩ নবজাতক মারা যায় বলে অভিযোগ উঠেছে। এদিকে ডাক্তার বলছেন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। কিন্তু এরপরও তারা এখানেই রয়ে গেছেন।
সদর উপজেলার তেঘরিয়া গ্রামের নবজাতকের পিতা দিন মুজুর আমির উদ্দিন জানান, আর্থিক অনটনের কারণে সিলেট নেয়া সম্ভব হয়নি। উলেখ্য গত শনিবার সন্ধ্যায় আমির উদ্দিনের স্ত্রী চম্পা বেগম ৩ নবজাতকের জন্ম দেন। জন্মের পরপরই নবজাতকরা শ্বাসজনিত রোগে ভুগছিল। ডাক্তার তাদেরকে ওইদিনই সিলেট রেফার্ড করেন।