এম এ আই সজিব ॥ প্রেমের ফাঁদে ফেলে শীর্ষ ডাকাত জসিম ওরপে মন্নান (২৫) কে হবিগঞ্জ শহর থেকে আটক করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলা পর্বছাড়া ভাঙ্গা গ্রামের সাহাবুদ্দিনের পুত্র। রবিবার দুপুরে কোর্ট মসজিদ রোড এলাকার কলাপাতা হোটেল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায় লাখাই উপজেলার সুবিদপুর গ্রামে গত ৫ নভেম্বর রাতে একটি বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয় এবং পরিবারের লোকজনকে মারপিট করে টাকা পয়সাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। চলে যাবার সময় ওই ডাকাত একটি মোবাইল ফোন ফেলে যায়।
তাকে ধরতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিন্তু কোনভাবেই তাকে আটক করা যাচ্ছিল না। পরে নতুন কৌশল অবলম্বন করে এবং জনৈক মহিলা পুলিশকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে । গতকাল রবিবার কলাপাতা রেষ্টুরেন্টে ওই মহিলা পুলিশের সাথে দেখা করতে আসলে লাখাই থানার এ এসআই মাজহারুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।