বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাসিক চুরি সংগঠিত হয়েছে।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরে শিহাব টেলিকম ও মালেক স্টোরে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, চোরেরা দোকানের উপরে টিন কেটে ভিতরে প্রবেশ করে কবির মিয়ার ৫০পিছ মোবাইল ফোন, ৫০পিছ মেমোরী ও ৪ হাজার টাকা এবং মালেক মিয়ার দোকানের ৬০পিছ সীমকার্ড, ৪৫পিছ মোবাইল ফোনসহ টাকা-পয়সা নিয়ে গেছে।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।
বাজার কমিটির সাবেক সভাপতি এম এ জলিল তালুকদার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।