এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলচে নানা গুঞ্জন।
নিহতরা হল, নবীগঞ্জ উপজেলার বড়লতা গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়ের মিয়া (২৫) ও তার স্ত্রী লিমা বেগম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়লতা গ্রামের যুবায়ের মিয়া ও তার স্ত্রী লিমা বেগম শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
আজ রবিবার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবার ও স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তাদের মৃত দেহ ঘরের তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তারা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।