এমএ আই সজিব ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামে মেয়েকে মারপিট করে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে সৎ মা ও ভাইকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মৃত কাজী বাবুল মিয়া সুফিয়া খাতুন (৬০) নামের এক মহিলাকে ২য় বিয়ে করে। এর কিছুদিন পর বাবুল মিয়া মৃত্যুবরণ করেন। এরপর তার কন্যা কাজী সুমি আক্তারকে হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকায় বিয়ে দেয়া হয়। এ সুযোগে সৎ মা ও ভাই এবং স্থানীয় মেম্বার কমলা বেগম সুমির জায়গা জমি দখল করার চেষ্টা চালায়। বিষয়টি সুমি আচঁ করতে পরে গত ১৫ নভেম্বর বাড়িতে যায়। ওইদিনই সুফিয়া খাতুন, তার পুত্র আবুল কাসেম, জামির উদ্দিনের পুত্র গুলজার মিয়াসহ ১০-১২ জন লোক কমলা মেম্বারের নেতৃত্বে সুমির ঘরে প্রবেশ করে তাকে মারপিট করে রক্তাক্ত করে টাকা পয়সা, মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। সুমি এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করলে গত শুক্রবার রাতে পুলিশ সুফিয়া খাতুন ও তার পুত্র আবুল কাসেমকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।