এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে চম্পা বেগম (২৫) নামের এক গৃহবধু ৩ সন্তান জন্ম দিয়েছেন। তিনি সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আমির উদ্দিনের স্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাইনী ওয়ার্ডে স্বাভাবিকভাবে ৩ সন্তান প্রশ্রব করেন। মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা যায় গতকাল শনিবার চম্পা বেগমের প্রশ্রব ব্যাথা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।