সৈয়দ শাহান শাহ্ পীর : এতদিন ৫টাকার ধাতব মুদ্রা (কয়েন) ও কাগজের নোটের মালিকানা ছিল বাংলাদেশ ব্যাংকের। গত ১৫ নভেম্বর বাংলাদেশ কয়েনেজ (সংশোধনী) অ্যাক্ট, ২০১৫ জাতীয় সংসদে পাস হওয়ার কারণে এর মালিকানা পেল বাংলাদেশ সরকার।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে ৫ টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বদলে অর্থসচিবের স্বাক্ষর থাকবে। তবে বাজারে থাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর করা ৫টাকার নোট ও ধাতব মুদ্রাও সচল থাকবে। অর্থ্যাৎ সরকার বা অর্থমন্ত্রণালয়ের মালিকানায় নতুন করে ৫টাকার নোট এবং ধাতব মুদ্রা বের হলেও আগে থেকে চালু থাকা ৫টাকা নোট এবং ধাতব মুদ্রাও চলবে।
একই অবস্থায় আগে থেকে চালু থাকা এক ও দুই টাকার কাগজের নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।সম্প্রতি অর্থ বিভাগের উপ সচিব শীষ হায়দার চৌধুরী স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।