মোঃ ওয়াহেদ আলী/এম এ আই সজিব : হবিগঞ্জের চুনারুঘাটে জমি-জমা বিরোধে জের ধরে চাচা ভাইয়ের চুরি আঘাতে মোঃ মোশাহিদ খান (৪৫) খুন হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নরে পাইকপাড়া গ্রামে এ খুনের ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে ফিরুজ খানের পুত্র ও তার চাচাত ভাই ইবাদত খান জরি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষ সংঘর্ষ বাধে। পরে স্থানীয়রা দু’পক্ষকে মীমাংশার করে দেন।
এরই জের ধরে বেলা সাড়ে ১১টায় পুনরায় একই গ্রামের ইবাদত খান, শাহিন ও পৌর শহরের বড়াইল গ্রামের কাউছার মিয়াসহ দলবদ্ধ হয়ে মোশাহিদের উপর আক্রমন চালায়। এক পর্যায়ে মোশাইদ খানের উপর ইবাদত খান চুরি দিয়ে উপর্যপুরি আঘাত করলে ঘটনাস্থলেই মোশাহিদ খান মারা যান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন ঘটনাস্থল গিয়ে লাশ করে উদ্ধার সুরুতহাল রিপোট শেষে লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ কররে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে।এ ব্যাপারে মামলার চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।