এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়ায় গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। গরু চুরি ঠেকাতে বাড়ির গৃহস্তরা রাত জেগে পাহারা দিয়েও গরু চুরি ঠেকাতে পারছে না।
গত ১ সপ্তাহে ওই গ্রামের প্রায় ১০-১৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১৮ অক্টোবর গভীররাতে ওই গ্রামের বাচ্চু মিয়ার গোয়াল থেকে একটি গাভী চোররা নিয়ে যায়। এ ছাড়া এরকম অনেকের বাড়িতেই চুরির ঘটনা ঘটছে।
গ্রামবাসিরা জানান, শীত পড়ার সাথে সাথে গরু চুরির হিড়িক পড়েছে। চোরেরা দলবেধেঁ বাড়িতে হানা দেয়। আবার কোন কোন চোর ধরা পড়লেও হামলা চালিয়ে পালিয়ে যায়। বাচ্চু মিয়া জানান, রাব্বানী মিয়া ও বেনু মিয়া এসব গরু চোরের গডফাদার। বাচ্চু মিয়া তাদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দিয়েছেন। তাদের নেতৃত্বে রাজিউড়াসহ আশেপাশের গ্রামগুলোতে গরু চুরি হচ্ছে।