এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার শংকরপুর গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, একই গ্রামের জিলু মিয়ার সাথে জিতু মিয়ার জমি জমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। গত বৃহস্পতিবার জিলু মিয়ার একটি মামলায় সাদেক মিয়াসহ কয়েকজন আসামী জামিন লাভ করে। এতে জিলু মিয়া ও তার দলবল ক্ষিপ্ত হয়ে উঠে।
গতকাল ওই সময় জিলু মিয়া, তার পুত্র শাহজাহান মিয়া, সাহিদ মিয়াসহ ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জিতু মিয়ার বাড়িতে হামলা-ভাংচুর চালায়। এসময় তার পুত্র সাদেক মিয়া, তিতু মিয়া বাঁধা দিলে তাদের পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সাদেক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিতু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।