চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ৮ম শ্রেণীর ছাত্রী লাভলী আক্তার শোভা (১২)
বৃহস্পতিবার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তনময় ইসলাম মানিকভান্ডার গ্রামে লাভলী আক্তারের বাড়িতে উপস্থিত হয়ে এ বিয়েটি বাতিল করেন।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও লাভলী আক্তারের পিতার কাছ থেকে ১৮ বছর না হওয়ার আগে বিয়ে দিবে মর্মে মুছলেখা আদায় করা হয়।
লাভলী আক্তার উপজেলার মানিকভান্ডার গ্রামের আঃ নূরের কন্যা। সে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী।
উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর ) লাভলীর বিয়ের দিন তারিখ ধার্য ছিল।
এ খবর বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের।
এ অবস্থায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনময় ইসলাম বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন ।