মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুছ ছাত্তার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের দুই নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুছ ছাত্তারের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, দুপুরে আব্দুছ ছাত্তার শ্যালো ইঞ্জিন চালিত টমটমে করে বাড়ি থেকে শ্রীমঙ্গল শহরে যাচ্ছিলেন। পথে দুই নম্বর ব্রিজে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিনজন আহত হন।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লায়লাতুন নাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।