চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মানিকভান্ডার গ্রামের আব্দুন নূরের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যা লাভলী আক্তার শোভাকে (১২) বাল্য বিয়ে দেয়ার চেষ্টা করছেন তার বাবা।
শুক্রবার (১৯ নভেম্বর) লাভলীর বিবাহের দিন ধার্য করা হয় মাধবপুর উপজেলার জনৈক প্রবাসী ছেলের সাথে।
লাভলী গাজীপুর হাইস্কুলে ছাত্রী। তার বিয়ে বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন শিক্ষকরা।
গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়েটির ১৮ বছরপূর্ণ হয়নি, কে বা কারা নিবন্ধনের মাধ্যমে ১৮ বছর দিয়েছে আমার জানা নেই।