মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি সরকারী প্রথমিক বিদ্যালয়ে পিএসসি সমাপনি পরিক্ষার্থীদের মিলাদ মাহফিলে এক বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তানিয়া আক্তার (৬), জনু আক্তার (৬), মাসুমা আক্তার (৬), রবিউল মিয়া (১০), রেজা মিয়া (৬), বোরহান উদ্দিন (৮) ও কিবরিয়া (১০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অনান্যরা রক্তক্ত যখম না হয়ায় চিকিৎসরা প্রয়োজন হয় না।
যানাযায়, বুধবার সকাল ১০টায় ওই বিদ্যালয়ে প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীরা বিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে। মাহফিল চলাকালিন সময় একটি বেওয়ারিশ পাগলা কুকুর মাহিফিলের কক্ষে প্রবেশ করে কোমলমতি শিশুদের কামড়াতে শুরু করে। আকস্মিক বিদ্যালয়কক্ষে কুকুর পবেশ করায় তাদের মাঝে আতংক ছড়িয়ে পরলে শিক্ষার্থীরা এদিক ওদিকে দৌড়াতে থাকে এবং তারা শুর চিৎকার শুরু করে। শিক্ষার্থীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তারা কুকুরকে দাওয়া করে। স্থানীয় লোকজন পাগলা কুকুরটিকে পাকড়ার করে মেরে ফেলেন। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।