হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের চিরাখানা সড়কের শায়েস্তানগর এলাকার বোনের বাসা থেকে সিঙ্গাপুর প্রবাসী আব্দালুর রহমান মিজান (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের সাইদুর রহমানের পুত্র।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে সদর থানার এসআই কেএম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর মিজান সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসে এবং তার বোন মিলি আক্তারের বাসায় অবস্থান করে।
সোমবার ( ১৬নভেম্বর) রাতে খাওয়া ধাওয়া শেষে মা-বোন ও বোন জামাতার সাথে গল্প-গুজব শেষে ঘুমিয়ে পড়ে। সকালে তার দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। এরপরও সে না উঠায় সন্দেহ হয়।
এক পর্যায়ে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখে সবাই হতভম্ব হয়ে পড়েন। সাথে সাথে দরজা ভেঙ্গে পুলিশ কে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা মিজানের লাশ উদ্ধার করে। তার বড় বোন মিলির স্বামী খুর্শেদ আলী বেবিষ্ট্যান্ড এলাকার শাহ্ ট্যাভেলসের স্বত্তাধিকারী।
একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শহরের পুরাণ মুন্সেফী এলাকার একটি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা জনৈক সুমা আক্তারের সাথে প্রেমের সর্ম্পক ছিল। দেশে এসে তাকে বিয়ের প্রস্তাব দিলে সুমা প্রত্যাখান করে।
পুলিশ মিজানের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছে। এতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তার মোবাইল জব্দ করা হয়েছে। মোবাইলে থাকা ম্যাসেজের সূত্র ধরে তদন্ত কাজ চলছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।