নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার কয়েকটি বাসা/বাড়িতে গত সোমবার দিবাগত রাতে দু: সাহসিক চুরি সংগঠিত ও একাধীক বাড়িতে চেষ্টা করেছে ডাকাত দল।
রাত সাড়ে তিনটায় শহরতলীর চরগাঁওর আতাউর রহমানের বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণসহ কয়েক লক্ষ টাকার মাল লুট নিয়ে যায় চুরের দল।
একই রাতে শহরের প্রাণ কেন্দ্র হাসপাতাল রোডের সিঙ্গারের শো-রুম থেকে নগদ টাকা, কয়েকটি টিভি, ফ্রিজ ও এসিসহ প্রায় ৫ লক্ষাধীক টাকার মালামাল লুট করা হয়। পরে পৌর এলাকার আক্রমপুর, সবুজবাগসহ বিভিন্ন বাসা/বাড়িতে হানা দিয়ে ডাকাতির চেষ্টা করলে লোকজনের উপস্থিতি আঁচ করতে পেরে হুমকি দামকি দিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
একই রাতে নবীগঞ্জ থানা কমপ্লেক্স থেকে প্রায় ৫শত মিটার দূরে এ চুরি, ডাকাতি ও ডাকাতির চেষ্টার খবরে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ সর্বমহলে ডাকাত ডাকাত আতংক বিরাজ করছে। শহরের প্রতিরাতে পুলিশের ২টি টহল বাহিনী থাকার পরও এ ডাকাতির ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে চুরি, ডাকাতিকালে পুলিশ কোথায় থাকে..?
জানা যায়, গত সোমবার রাতে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের আতাউর রহমানের বাড়িতে রাত প্রায় সাড়ে ৩টার দিকে রান্না ঘরের স্টিলের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৬০ হাজার টাকা, একটি এইচটিসি মোবাইল ও দেড় ভড়ি স্বর্ণসহ কয়েক লক্ষাধীক টাকার মালামাল লুটে নিয়ে যায় চুরের দল। ঘটনার পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরির্দশন করেছে বলে জানিয়েছেন বাড়িড়র মালিক আতাউর রহমান। এর আগে রাত অনুমান ৩টার দিকে শহরের প্রাণ কেন্দ্র হাসপাতাল সড়কের সিঙ্গারের শো-রুমে হানা দিয়ে ১০টি এলইডি টিভি, ফ্রিজ, এসি সহ প্রায় ৫ লক্ষাধীক টাকার মালামাল লুট করে একদল লোক পালিয়ে যায় ওসময় দোকানে কেউ ছিলনা বলে জানিয়েছেন সিঙ্গারের মালিক মুরাদ চৌধুরী। অপর দিকে শহরের জি.ডি এন্টারপ্রাইজের মালিক গনেশ বাবুর আক্রমপুরস্থ বাসায় একদল ডাকাত হানা দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করলে ঘরের লোকজন ডাকাত প্রবেশের বিষয়টি আঁচ করতে পারলে ডাকাতরা গুলি করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। একই রাতে পৌর এলাকার সবুজবাগ রমা বাবু, আশুষ বাবুর বাসাসহ আরো বিভিন্ন বাায় ডাকাতের হানারও খবর পাওয়া গেছে।
স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন- “পুলিশ যদি রাতে ডিউটি করেনা এবং ডিউটিতে থাকা সত্ত্বে আমাদের বাসা/বাড়িতে চুরি, ডাকাতি সংগঠিত হয়। তাহলে পুলিশের আর কি দরকার” এসব বিষয়ে পুলিশ প্রশাসনের সতর্ক থাকার আহবান জানিয়েছেন স্থানীয়রা।
এক রাতে পৌর এলাকায় একাধীক বাসা বাড়িতে ডাকাতি ও ডাকাতের হানার খবরে স্থানীয়দের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। এইসব ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়াও সম্প্রতি, উপজেলার সর্বত্র গ্রামে গঞ্জে ঘনঘন চুরি, ডাকাতি, রক্তক্ষয়ী সংঘর্ষ, খুন, জুয়া, মাদকসেবন ও বিক্রি ব্যপক হারে বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এতে করে দিন দিন সরকারের প্রতি জনগনের চরম নাভিশ^াস জন্ম নিচ্ছে বলে বিজ্ঞ মহলের ধারনা।