নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে নাশকতা বন্ধে রোববার দিবাগত মধ্যরাতে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। এ অভিযানের শুরুতে এক শিবির নেতা আটক হয়েছেন।
পুলিশ সূত্র জানান, শায়েস্তাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে র্যাব, বিজিবি, ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পৌর ছাত্রশিবিরের অর্থ-সম্পাদক বিল্লাল মিয়াকে আটক করে। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার শ্যামপুরের বাসিন্দা মৃত আম্বর আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
গভীর রাতে মোবাইল ফোনে ওসি মো. ইয়াছিনুল হক বলেন, অভিযান চলছে। জামায়াত শিবিরের নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট অপরাধীদের বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে।