বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে সড়ক দুর্ঘটনায় হাফিজুল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পুটিজুরী বাজারের উত্তর পার্শ্বে রিসোর্ট এর রাস্তা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুল বাগেরখাল গ্রামের কুতুব উদ্দিনের পুত্র।
জানা যায়, উপজেলার মিরপুর থেকে শেরপুর গামী পিক অাপ চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টা দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।