চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে রবিবার (১৫ নাভেম্বর) দিবাগত রাতে র্যাব, পুলিশ ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর যৌথ অভিযানে শিবির ইউনিয়ন সভাপতি সাইফুর রহমানসহ ডাকাতি ও বন মামলার ৬ আসামী গ্রেফতার করা হয়েছে।
সাইফুর রহমান উপজেলার রানীগাও ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
সে একই ইউনিয়নের পাচারগাও গ্রামের আঃ মতিনের ছেলে। তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন, ইকবাল মিয়া (৩০) লাল মিয়া (৩৫) শওকত আলী (৪০) হেলাল মিয়া (২৮) ও সৈয়দ আলী (৪০) তাদেরকে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।