বিশেষ প্রতিনিধি : রবিবার হবিগঞ্জ আমলী আদালতে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ আত্মসমর্পণ করলেও কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেননি। তার আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি আগামীকাল মঙ্গলবার কোর্টে আত্মসমর্পণ করতে পারেন। আরিফুল হক চৌধুরী গতকাল ৩০টি গাড়ি বহর নিয়ে সকালে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলেও পরে সাড়ে ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ফিরে যান।