নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে শেখ সুমা জামান (৩০) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সে ওই এলাকার শেখ সায়েদুজ্জামানের স্ত্রী।
রবিবার দুপুরে সদর থানার এসএআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায় তার বিরুদ্ধে পৌনে ২ লাখ টাকা আত্মসাতের মামলায় আদালত থেকে ৬ মাসের সাজা ইস্যু হয়। এতদিন সে আত্মগোপনে ছিল।