হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ চারজন।
রবিবার বেলা দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ওই বাসে আগুন ধরিয়ে দেন।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কাছন মিয়ার স্ত্রী সখিনা বিবি (৪০), তার ফুফু মখলিছ বিবি (৬০) ও একই এলাকার আব্দুল হান্নানের ছেলে সুফিয়ান (২২)।
আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন-নিহত সখিনা বিবির ননদ সাথী বেগম (২৫), অটোরিকশা চালক (৩০) ও হেলেনা বেগম (২২)।
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।