মোযযাম্মিল হক মাছুমী, ফান্দাউক দরবার শরীফ থেকে:
হিদায়াতের ঝান্ডা নিয়ে উম্মতে মোহাম্মদীয়া সাঃ কে সিরাতে মোস্তাকিমের পথে আহ্বানকারী ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আল্লামা মুফতি আলহাজ্ব সাইয়্যেদ ছালেহ আহমাদ মামুন সাহেবের নেতৃত্বে ছিলছিলায়ে উসমানিয়া উদ্যোগে আয়োজিত সারা বাংলাদেশে ধারাবাহিক প্রায় চার শতাধিক মাহফিলের শুভযাত্রা আজ ১৫ অক্টোবর রোজ রবিবার থেকে ইনসাআল্লাহ শুরু। প্রতিটি মাহফিল পীর সাহেব ক্বেবলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে থাকে।
এতে হুজুর ক্বীবলার সফরসঙ্গী আলেম ওলামাগণ উপস্থিত হয়ে তাদের ঈমান দীপ্ত কন্ঠে আলোচনা পেশ করে থাকেন। মাহফিল গুলো সাধারনত তরিকতের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে।প্রতিটি মাহফিলে সাধারনত মাগরিবের নামাজের পর পীর সাহেব ক্বেবলা তরিকতের তা’লিম প্রদান করেন।
এরপর ওয়াজেীনগন আলোচনা করে থাকেন। এবং বাদ ফজর পুনরায় তরিকার তা’লিম শেষে মিলাদ মোস্তফা সাঃ এবং মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়ে থাকে। মাহফিল গুলোর সুষ্ঠ পরিচালনা এবং পীর সাহেব ক্বেবলার সুস্বাস্থ্য কামনা করে পীর ভাই মুহিব্বীন ভক্ত মুরিদ সহ সকলের কাছে দোয়া চেয়েছেন দরবার শরীফের মূখপাত্র, দ্বিতীয় সাহেবজাদা পীরজাদা আল্লামা মুফতি আলহাজ্ব সাইয়্যেদ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী সাহেব।