হবিগঞ্জ:হবিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার। শুক্রবার সন্ধ্যা ৬ টায় পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান, মাসুদুর রহমান মনির, ওসি মোঃ নাজিম উদ্দিন, ডিবির ওসি মোক্তাদির হোসেন, প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরী, ফজলুর রহমান, জিয়া উদ্দিন দুলাল, আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম কহিনুর, এখলাছুর রহমান খোকন, মুজিবুর রহমান, এম এ হাকিম, জুয়েল চৌধুরী, পাভেল চৌধুরী, এম এ আজিজ সেলিম, এনামুল হক সায়েম, জাকারিয়া চৌধুরী, শাকিলা ববি, এমএআই সজিব, নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ। এসময় পুলিশ সুপার কমিউনিটি পুলিশিং সমাবেশের সংবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, হবিগঞ্জ থেকে দাঙ্গাহাঙ্গামা নিরসনের চেষ্ঠা চালিয়ে যাবেন। হবিগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তালিকা তৈরি করে তাদেরকে কাজে লাগানো হবে।