মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে চান্দের গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে আলী আকবর (৫০) নামে এক যাত্রী নিহত ও ১০জন আহত হয়েছে। গুরতর অবস্থায় আনোয়ার হোসন (৬০), জাহাঙ্গীর মিয়া (৫০) আব্দুর রহমান (২৫), মুরমা গেম (২৪), রূপসা বেগম ( ২০) ও সফর চান (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনান্যদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকার সাড়ে১০টায় লাখাই থেকে একটি চান্দের গাড়ি যাত্রী নেয়ে হবিগঞ্জের উদ্যোশে রওয়ানা হয়। গাড়িটি লুকড়া নামকস্থানে পৌছলে চালক এর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।
তখন গাড়িটি রাস্তায় একটি গাছের সাথে ধাক্কালেগে খাদে পড়ে যায়। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেণ।